ঈসার পরিচর্যা কাজ

(THE MINISTRY OF JESUS)

ঈসা সুসংবাদ তাবলীগ করতে ও অলৌকিক কাজ করতে গেলেন

কিতাবুল মোকাদ্দসে লেখা আছে—

মথি ৯:৩৫ ঈসা শহরে শহরে ও গ্রামে গ্রামে গিয়ে ইহুদীদের মজলিসখানায় শিক্ষা দিতে ও বেহেশতী রাজ্যের সুসংবাদ তবলিগ করতে লাগলেন। এছাড়া তিনি লোকদের সব রকম রোগও ভাল করলেন।

ব্যাখ্যা

এই আয়াত হলো তরিকাবন্দী গ্রহনের পরে সাড়ে তিন বছর ঈসা যে কাজ করেছেন তার সারমর্ম। তিনি সারা দেশের সব জায়গায় গিয়েছিলেন, বেশিরভাগ সময় হেটে, এবং প্রায়ই খোলা মাঠে ঘুমাতেন। তিনি শিক্ষা দিতেন ইবাদতখানায়, বিভিন্ন মানুষের বাড়ীতে এবং গালীল হ্রদের তীরে এবং পাহাড়ের ঢালে বসে। তিনি তাদের সেই শিক্ষাই দিতেন যা তিনি তার পিতার থেকে পেয়েছিলেন।

তার শিক্ষা ছিল নতুন আত্বিক বা রুহানী রাজ্য সম্পর্কে যা আল্লাহর পাক রুহ্‌ মানুষের হৃদয়ে নিয়ে আসতো। তিনি এ রাজ্যকে বেহেস্তের রাজ্যও বলতেন। যে কেউ এই রাজ্যের নাগরিক হতে পারতো। দুনিয়ার যে রাজ্য যা মানুষের দখলে থাকে তার শেষ হবে, কিন্তু আল্লাহর এই রাজ্য চিরস্থায়ী। তিনি ছিলেন একই সাথে নির্ভীক ও স্নেহশীল। কিছু মানুষকে তিনি তিরস্কার করেছেন, আবার অন্যদেরকে উৎসাহ ও সান্ত্বনা দিয়েছেন। তিনি বহু মানুষকে শারিরিক অসুস্থতা থেকে সুস্থ করেছেন যেমন হাত বা পা এর পেরালাইসিস, কুষ্ঠ, রক্ত-প্রদাহ, জ্বর, অন্ধত্ব, বধিরতা, বোবা এরকম সব রোগের, এবং এমনকি মৃতদেরও জীবিত করেছেন।

কিন্তু তখনকার মানুষরা একটা বিষয় বুঝতে পারতেন না যখন তিনি তাদের বলতেন যে তিনি সলিবের উপরে সবার গুনাহের জন্য মারা যাবেন কিন্তু তিনদিন পরে কবর থেকে উঠবেন, বেহেস্তে যাবেন এবং অনেক অনেক বছর পরে মেঘে চড়ে তিনি ফিরে আসবেন তাদেরকে নিতে যারা তার উপর ঈমান এনেছিল। তারপর তিনি তাদেরকে শাস্তি দিবেন যারা তার উপর ঈমান আনেন নি।

প্রায়ই তিনি ধর্মীয় নেতাদের তিরস্কার করতেন কারণ তারা ছিলেন ভন্ড এবং তারা ঈসার উপর ঈমান আনতেন না। তারা তাই তার উপর ক্ষুব্ধ ছিল। তারা প্রচন্ডভাবে তাকে হিংসা করত কারণ তিনি আশ্চর্য কাজ করতেন যা তারা করতে পারতো না, তাই তাদের লোকেরা তাদেরকে ছেড়ে ঈসাকে অনুসরণ করতে শুরু করলো। তাই তারা সবাই একত্র হলো ঈসাকে হত্যার ষড়যন্ত্র করতে।

আল্লাহ্‌ এই ষড়যন্ত্র হতে দিলেন যেন আমাদের গুনাহের মুল্য নিষ্পাপ ঈসা দিতে পারেন। পাপের শক্তি থেকে এবং শয়তানের হাত থেকে রক্ষা করে আমাদের অনন্ত জীবন দান করতে এটাই ছিল একমাত্র পথ। পরবর্তী অধ্যায় এ আমরা এই বিষয়ে বিস্তর আলোচনা করবো।

//////////