আল্লাহের সাথে বিচরণ

(WALKING WITH GOD – INTRODUCTION)

আমাদের মধ্যে অনেকেরই মনে প্রশ্ন রয়েছে আল্লাহর সম্পর্কে এবং মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে। কিন্তু এই প্রশ্নের উত্তর খুজে পেতে আমরা ব্যার্থ হই কারন মানুষ তার চিন্তা বা বুদ্ধি দিয়ে আল্লাহকে জানতে বা বুঝতে পারে না।

আল্লাহ তিনি এটা জানেন এবং তিনি আমাদের মহব্বত করেন তাই তিনি আমাদের জন্য একটি কিতাব দিলেন যেখানে তিনি বর্ণনা করেছেন কিভাবে দুনিয়া ও সবকিছু  করেছেন।

এই কিতাবে লেখা রয়েছে কেন আমরা আল্লাহর থেকে এখন আলাদা রয়েছি এবং কেন আমরা মানুষরা খারাপ কাজে লিপ্ত থাকি এমনকি একে অন্যকে আঘাত করি ও ক্ষতি করি।

কিন্তু ভালো খবর হলো যে এই কিতাব আমাদের একটা রাস্তাও দেখায় যে কিভাবে আমরা আল্লাহর শান্তিতে থাকতে পারি এবং অন্যদের সাথে শান্তি স্থাপন করতে পারি।

এই ছোট বইতে আপনি জানতে পারবেন আল্লাহর কিতাবে কি লেখা আছে, যেই কিতাবের নাম কিতাবুল মোকাদ্দস।

কিতাবুল মোকাদ্দস ৬৬টি অংশে বিভক্ত এবং প্রত্যেকটি অংশই এক একটি কিতাব।

কিতাবুল মোকাদ্দস ৬৬টি অংশে বিভক্ত এবং প্রত্যেকটি অংশকেই এক একটি কিতাব বলা হয়।

এই ৬৬টি কিতাবকে চারটি দলে ভাগ করা হয়েছে, তাওরাত, জবুর শরীফ, নবীদের কিতাব ও ইঞ্জিল শরীফ।

আসুন আমরা এখন কিতাবুল মোকাদ্দসের শিক্ষা উপভোগ করি।

//////////